কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অালিমুন নাহার এ্যানীকে আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়া হব। অাগামী সপ্তাহে এ্যানীর ছাড়পত্র পাওয়ার কথা থাকলেও শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা ভালো থাকায় অাজই তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন বলেন, ফিজিক্যালি ও মেন্টালি বিহ্যাবিয়র ভালো থাকায় এবং অারও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে সকালের দিকে এ্যানী ঢামেক থেকে বাড়িতে ফিরবেন।
উল্লেখ্য, গত ১২ই মার্চ ইউএস-বাংলার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৬ জন বাংলাদেশি, ২২ জন নেপালি এবং একজন চীনা যাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হন ১০ জন বাংলাদেশি, নয় জন নেপালি এবং মালদ্বীপের একজন নাগরিক। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ৭১ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার