জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোটা সংস্কারে চলমান আন্দোলন দুঃখজনক ও বেদনাদায়ক। কোটাপদ্ধতি চিরস্থায়ী বন্দোবস্ত নয়। আগেও সংস্কার হয়েছে, ভবিষ্যতেও সংস্কার হবে। মেধা কোটা ৪৫ শতাংশ হলেও বাস্তবে গত তিনটি বিসিএসে ৭০ শতাংশের ওপরে মেধা কোটা থেকেই নিয়োগ হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারি চাকরিতে কোটার আন্দোলনে কতিপয় লোক উদ্দেশ্যমূলকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। এই আন্দোলনে উস্কানি দিয়ে রাজনীতিকরণের চেষ্টা চলছে। উস্কানিদাতারা একটা লাশ চেয়েছিল, লাশ পায়নি বলে তাদের দুঃখ।
তথ্যমন্ত্রী আরও বলেন, রাতের আঁধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে হামলা, ভাঙচুর এবং তাণ্ডব চালানোর ঘটনায় আমরা ব্যথিত, মর্মাহত ও উদ্বিগ্ন। ছাত্রছাত্রীদের ব্যবহার করে অশুভ শক্তি এ কাজ করছে বলে আমরা মনে করি।
বিডিপ্রতিদিন/ ই-জাহান