বিচারপ্রার্থী জনগণ যাতে স্বল্প খরচে ও স্বল্প সময়ে ন্যায়বিচার লাভ করতে পারে সেদিকে বিচারকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রসিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আদালতই বিচারপ্রার্থী জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। বিচার করতে গিয়ে কোনো পক্ষ যাতে অবিচারের শিকার ও অহেতুক হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণে অংশ নেয়া বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম