ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ধরন দেখে হামলাকারীদের অন্য উদ্দেশ্য কাজ করেছে বলে মনে করেন সমাজকল্যাণ মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার ঢাবি উপাচার্য মো. আক্তারুজ্জামান-এর বাসভাবন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ঢাবি উপাচার্যের বাসভবনে যেভাবে সাধারণ ছাত্রের লেবাস পরে আক্রমণ করা হয়েছে তা দেশের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আগে ঘটেনি। এমনকি একাত্তরের ২৫ মার্চের কালো রাতেও এমন ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, কোটা সংস্কার নিয়ে বর্তমান চলমান আন্দোলনের প্রেক্ষিতে তরুণ সমাজকে উস্কে দিয়ে একটি গোষ্ঠী ফায়দা লোটার অপচেষ্টা করছে।
এ সময়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক ছাত্র নেতা, বর্তমানে কেন্দ্রীয় সদস্য দীপঙ্কর দীপু ও তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১০ এপ্রিল ২০১৮/এনায়েত করিম