অপপ্রচার চালাচ্ছে বিএনপি বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যা অপপ্রচার চালানোর ক্ষেত্রে এখন রুহুল কবির রিজভী ও মির্জা ফখরুল ইসলামের প্রতিযোগিতা শুরু হয়েছে।
'বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সরকার' বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'জননেত্রী শেখ হাসিনার গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির সাবেক মন্ত্রী, এমনকী মির্জা ফখরুল ইসলামেরও প্রচারণার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। অথচ আমাদের দলের সাধারণ সম্পাদকসহ কোনো এমপি-মন্ত্রীই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছে না। আমরা আশা করবো এই বৈষম্য দূর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার