আদমজী মিল চালু করার পরিকল্পনা সরকারের আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। বড় আকারের মিল না হলেও ছোট পরিসরে একটি মিল চালু করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি (প্রধানমন্ত্রী) যে কথা দেন সে কথা রাখেন। আদমজী মিল চালু করার পরিকল্পনা সরকারের আছে। এ ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মে দিবস উপলক্ষে আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
ভারত সফরে রাজনৈতিক বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ভারতের ক্ষতাসীন দল বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে ভারত সফরে গিয়েছিলাম। এটা ছিলো পার্টি টু পার্টি সম্পর্ক উন্নয়নের বিষয়। কোথাও আমরা কারো বিরুদ্ধে কোনো নালিশ বা রাজনৈতিক কোনো অভিযোগ করিনি। এর সঙ্গে আগামী নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
শ্রমিক নেতা শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার