গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে হবে জানিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, চালকের অবহেলা ও অদক্ষতায় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য চালকদের আরো বেশি সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। গাড়িতে যাতে অদক্ষ চালক ও শ্রমিক কাজ করতে না পারে সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে হবে।
আজ রাজধানীর মতিঝিলে বিমান অফিস প্রাঙ্গণে মহান মে দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে জানিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে রাস্তার বাঁকগুলো সরলীকরণ, ফুটওভার ব্রিজ, পাতালপথ নির্মাণের ফলে দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। দুর্ঘটনা রোধকল্পে সড়ক পরিবহন সেক্টরকে আরো সাবধান হতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার