রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে ভারত আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ভারত সফর নিয়ে পূর্বনির্ধারিত বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। লিখিত বক্তব্য শেষ করার পর সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।
তিস্তা পানি চুক্তি নিয়ে করা প্রশ্নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তার বিষয়ে দু'দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে তাদের মধ্যে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৮/মাহবুব