প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকবিরোধী অভিযানে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক আটক হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভারত সফর নিয়ে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে তিস্তা পানি চুক্তি নিয়ে করা প্রশ্নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সব বিষয়ে আলোচনা হয়েছে। তিস্তার বিষয়ে দু'দেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে তাদের মধ্যে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/ ই-জাহান