রাষ্ট্রপতি আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
বুধবার আইন ও বিচার বিভাগ সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে দুই বছরের জন্য ১৮ অতিরিক্ত বিচারাপতিকে নিয়োগ দেওয়া হলো। শপথের দিন থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে নবনিযুক্ত অতিরিক্ত বিচারকদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন