নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরত ফুয়াদ বিন জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবারই স্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে কলকাতার সংক্রামক রোগের বিশেষ হাসপাতাল আইডিতে ভর্তি করা হয়েছে।
ফুয়াদ বিন জাফর নামের এই যুবককে সতর্কতা হিসেবে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর জ্বরের সঠিক কারণ এখনও শনাক্ত করা যায়নি। তাই সতর্কতা হিসেবেই তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ইতিমধ্যেই রোগীর রক্ত নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রোগী যথার্থই নিপা ভাইরাসে আক্রান্ত কি না তা তখনই বলা সম্ভব হবে। ইতিমধ্যেই আইডি হাসপাতালে আরও কয়েকজন রোগী নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন