জনপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ আইনের ৯০ বি ধারাকে গণতন্ত্রের অন্তরায় হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্টজনেরা।
আজ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের দাবি পরিষদ আয়োজিত গোলটেবিল আলোচনায় তারা এই বিষয়ে যুক্তি তুলে ধরে এই ধারা বাতিলের দাবি জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবুল কাসেম ফজলুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের এডভোকেট সুব্রত চৌধুরী।
সভায় সভাপতিত্ব করছেন সংগঠের সভাপতি খোরশেদ আলম স্বপন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন