নারায়ণগঞ্জে ৭ খুনের মামলায় র্যাব সদস্যদের দণ্ডের বিষয়টি মনে করিয়ে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একরামুল হক গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে। এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল প্রকল্পের প্যাকেজ-৭ এর চুক্তি সই অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জে র্যাব সদস্যদের ফাঁসির অর্ডার পর্যন্ত হয়েছে। এ ঘটনায় র্যাবের বড় অফিসারও কী বাদ গেছে? টেকনাফের ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক গুলিতে নিহত হওয়ার ঘটনায় তদন্ত হচ্ছে। এখানে যদি কেউ জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী বলেন, একরাম হত্যায় তদন্ত চলছে, জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক। আপনারা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি (প্রধানমন্ত্রী) যখন বলেছেন, তিনি যা কিছু ধরেন শেষ না হওয়া পর্যন্ত ছাড়েন না।
বিএনপির মধ্যেও বড় বড় ইয়াবা ব্যবসায়ী রয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বদি কিংবা বিএনপির কাউকেও ছাড় দেওয়া হবে না।'
বিডি-প্রতিদিন/০৩ জুন, ২০১৮/মাহবুব