দশম জাতীয় সংসদের একুশতম অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৫ জুন। সংসদে বাজেট পেশ হবে ৭ জুন বৃস্পতিবার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। এরমাধ্যমে সংসদে ১২তম বাজেট পেশ করার দুর্লভ কৃত্বি অর্জন করবেন তিনি।
এরআগে মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান এই রেকর্ড গড়তে পেরেছিলেন। বাজেট অধিবেশন সুন্দর ও সফল করতে সংসদ সচিবালয় এরমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। এ উপলক্ষে আজ থেকেই সংসদ সচিবালয় বাজেট বিষয়ে এমপিদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে চালু করছে ‘ইনফরমেশন হেল্প ডেস্ক’।
বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্বব্লকের ৩য় লেভেলে নোটিশ অফিসের সামনে এই হেল্পডেস্ক চালু করা হয়েছে।
এদিকে বাজেট অধিবেশন উপলক্ষে সংসদ ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই অধিবেশনে আসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়া প্রধান বিচারপতি, বাংলাদেশের স্বশস্ত্র বাহিনীর প্রধানগণ, বিদেশী রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক ও জাতিসংঘ মিশনের প্রতিনিধিগণ আসবেন অধিবেশনে।
সেজন্য চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা, কার্পেটিং ও সাজ সজ্জা তদারকির কাজ। সংসদ ভবনের লবি ও প্রবেশপথে বাহারি ফুলের টব দিয়ে সাজানো হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার জন্য উত্তর প্লাজাকে প্রস্তুত করা হয়েছে। সংসদ কক্ষের ভেতর লাইট, সাউন্ড সিষ্টেম, প্রজেক্টর, ডিসপ্লে বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এবারও ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হবে বাজেট।
সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাজেট বক্তৃতায় সংসদ সদস্যদের সহযোগিতা দিতে প্রতি বছরের ন্যায় এবছরও ‘বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক’ চালু করেছে। এখান থেকে সরবরাহকৃত তথ্য সংসদ সদস্যদের গঠনমূলক ও প্রাণবন্ত বাজেট আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার