বন্দুকযুদ্ধের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে রাজধানীর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদসহ তিন পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার ভাটারা নতুন বাজার এলাকার আবেদ চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া মৃত ওমর ফারুকের স্ত্রী মাকসুদা বেগম এ মামলা করেন। পরে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে গোয়েন্দা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- রাজধানীর ভাটারা থানার উপ-পরিদর্শক হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার), অজ্ঞাতানা আরও এক কনস্টেবল ও এক আনসার সদস্য।
মামলায় অভিযোগ করা হয়, বাদী মাকসুদা বেগম বারিধারার জে-ব্লকে ২০নং রোডে চা-পান সিগারেটের দোকান করেন। গত ৩০ মে আসামিরা বাদীর দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাদী তা দিতে অস্বীকার করলে দোকানে ভাঙচুর এবং দোকানে থাকা কলা বিস্কুট নষ্ট করে সিগারেট নিয়ে যান। আসামিরা আনুমানিক ৬ হাজার টাকা ক্ষতি সাধন করেন। এসময় আসামির বলেন, চাঁদার ১০ হাজার টাকা না দিলে যারা মাকসুদার পক্ষ নেবেন সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেয়া হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম