সরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা দিতে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব দেন।
এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
সংসদে উপস্থাপনের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৮/মাহবুব