২০১৮-১৯ অর্থ বছেরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা পেশ করেন।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে এনবিআরের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকার রাখার প্রস্তাব করছি। রাজস্ব আয়ের এ লক্ষ্যমাত্রা বাস্তব সম্মত। দক্ষ লোকবল বাড়ানোর কারণে এ রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব।
এদিকে, সংসদে উপস্থাপনের আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে জাতীয় সংসদে টানা ১০টি বাজেট পেশের রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিডি প্রতিদিন/এ মজুমদার