আগামী ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি একথা জানান।
সংসদে উপস্থাপনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেটটি অনুমোদন করা হয়।
এরপর বৃহস্পতিবার পৌনে একটার দিকে জাতীয় সংসদের অধিবেশনে এ বাজেট পেশ করা শুরু হয়।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৮/মাহবুব