অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, প্রাথমিক হিসাবে চলতি অর্থবছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। গত জুনে প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.৪ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এরই মধ্যে প্রবৃদ্ধি হয়েছে ৭.৬৫।
'সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ প্রত্যয়ে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট জাতীয় সংসদের সামনে বৃহস্পতিবার উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেখানেই তিনি এ তথ্য জানান।
বিডি প্রতিদিন/ফারজানা