বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরে রাখা কঠিন হবে বলে মন্তব্য করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। আজ শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা পেশকালে এ মন্তব্য করে বেসরকারি এই গবেষণা সংস্থাটি।
নৈরাজ্য বন্ধ না করে ব্যাংক ব্যবসায়ীদের চাপে কর্পোরেট করহার কমানোর সিদ্ধান্ত অনিয়ম উসকে দেবে বলে মন্তব্য করে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরে রাখা কঠিন। গেল পাঁচ বছরে ভালো প্রবৃদ্ধি বাড়লেও আয়ের বৈষম্য কমেনি। ফলে গরিব মানুষের সঞ্চয় করার ক্ষমতা কমেছে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম