বাজেটে কর্মসংস্থানের সৃষ্টির ওপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ব্যাংকিং কমিশন গঠনের ছিঁটেফোটাও বাজেটে উল্লেখ নেই। এই বাজেট ধনীকে আরও ধনী করবে, আর গরীবকে আরও গরীব করবে। এই বাজেট প্রশ্নবিদ্ধ।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের বিস্তারের জন্য দায়ী সরকার নিজেই। গত দশ বছর ধরে তারা ক্ষমতায়, এতদিন কি কোনো উদ্যোগ ছিল মাদক নিয়ন্ত্রণের? যদি থাকতো তাহলে আজ এভাবে মাদক নিয়ন্ত্রণের নামে অভিযান পরিচালনা করতে হতো না। নির্বিচারে মানুষ হত্যা করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে সরকার। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. নেসারুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ই-জাহান