সংবিধান প্রণেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ মাদকের ভয়াবহতা থেকে মুক্তি চায়। মাদকের শেকড় সমূলে উৎপাটন চায়। কিন্তু চলমান মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থন করা যায় না।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত এই বিবৃতিতে টেকনাফের কাউন্সিলর ইকরাম হত্যার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনা ও বিচারের দাবি জানানো হয়। ড. কামাল হোসেন আরো বলেন, আইন বহির্ভূত বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবীর কোন দেশেই মাদকবিরোধী অভিযান সফল হয় নাই। তিনি আরো বলেন, টেকনাফের সরকার দলীয় সদস্য বদিসহ গডফাদারদের আড়াল করে, মন্ত্রীরা তাদের পক্ষে সাফাই সাক্ষী গেয়ে অপরাধীদের বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে মাদক বিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
তিনি আরো বলেন, চুনো-পুটিদের বিনা বিচারে হত্যা করে সমাজকে মাদকমুক্ত করা যাবে না। এজন্য বন্দুকযুদ্ধের নামে বিচার বহিভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান ড. কামাল। একইসঙ্গে দলমত নির্বিশেষে প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ ও বিচারের মাধ্যমে মাদকের শিকড় সমূলৈ উৎপাটনের আহবান জানান তিনি।
বিডি প্রতিদিন/৯ জুন ২০১৮/হিমেল