সম্প্রীতির বার্তা নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপ থেকে বাংলাদেশ যাচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগল।
আজ মঙ্গলবার কলকাতা বিমানবন্দর হয়ে বাংলাদেশের চট্টগ্রামে গিয়ে পৌঁছবে ওই কাঠের পাদুকা যুগল। এরপর সেখানে আগামী ১২, ১৩, ১৪ ও ১৫ জুন পূজো ও মহাভিষেক হওয়ার পর তা ফের নবদ্বীপে ফিরে আসবে।
পাঁচ শতাধিক বছরের পুরোনো পাদুকা যুগল এর আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গেলেও এবারই প্রথম বিদেশে পাড়ি দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া সমিতির কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রীতি ও দুই দেশের সুসম্পর্কের বন্ধন অটুট রাখতে এই পাদুকা পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, নবদ্বীপ মহাপ্রভু ধাম মন্দিরে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতির তত্ত্বাবধানে রয়েছে শ্রীচৈতন্যের পাদুকা যুগল। কাঠের এই পাদুকা দুইটি প্রায় ৫ শতাধিক বছর আগে মহাপ্রভু নিজে বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন।
শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সমিতি সূত্রের খবর, পাদুকা যুগল নিয়ে যাওয়ার জন্য গত ১০ বছর ধরে বাংলাদেশ থেকে অনুরোধ আসছিল। কোনবার অনুমতি দেওয়া হয়নি, এবার অনুমতি মিলেছে। আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভার চট্টগ্রাম শাখার তরফে সেখানকার যামিনী মোহন সেন হলে একটি উৎসব অনুষ্ঠিত হবে। সেখানেই মহাপ্রভুর পাদুকা যুগলের পুজো, মহাভিষেক, দর্শন, সেমিনার অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন