ঈদে নাড়ীর টানে বাড়ি ফিরছে রাজধানীর মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে লাখ লাখ মানুষ। শুক্রবার ভোর থেকে ট্রেন, বাস, লঞ্চ ছাড়াও প্রাইভেটকার, ট্রাক এমনকি শত শত মোটরসাইকেলে ঢাকা ছাড়ছেন। নগরবাসীর এই ঘরে ফেরায় কার্যত ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়।
শুক্রবার ভোর থেকে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের স্রোত দেখা যাচ্ছে বাস এবং রেল স্টেশনে। বুধবার থেকেই শুরু হয়েছে রেলের বিশেষ সার্ভিস। আজও রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে ঘরে ফেরা মানুষের ঢল। ট্রেন ছাড়ার ক্ষেত্রে শিডিউল বিপর্যয় হলেও শেষ পর্যন্ত ট্রেনেই ভরসা রাখছেন তারা। তবে সিট না পেয়ে অনেককে ঘরে ফিরতে ট্রেনের ছাদেও অবস্থান নিতে দেখা গেছে। ঈদে বাড়ি ফিরতে ট্রেনের ছাদে উঠা নিয়ে যাত্রী ও নিরাপত্তারক্ষীদের মাঝে মারামারির ঘটনাও ঘটেছে বিমানবন্দর রেলস্টেশনে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ি ফিরছেন তারা।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়।
অন্যদিকে, ভোর থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর, শ্যামলী, মহাখালী ও সায়েদাবাদ বাস কাউন্টারগুলোতে নিজ নিজ গন্তব্যের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বহু মানুষকে। তবে এত কষ্টের পরও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন বড় কাছে পাওয়া হিসেবে দেখছেন তারা।
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছবিটি তুলেছেন জয়ীতা রায়।
বিডি-প্রতিদিন/ ই-জাহান