জাকের পার্টির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। রাজধানীর বনানীস্থ কেন্দ্রীয় কার্য়ালয়ে গঠিত নির্বাচন কমিশনের প্রধান এডেভোকেট আবু বাকার সিদ্দিক খান বুধবার বিকালে এ ঘোষণা দেন।
ঘোষিত তফসিলের সময়সীমায় জাকের পার্টির চেয়ারম্যান পদে নির্বাচনে মোস্তফা আমীর ফয়সলের একটি মনোয়নপত্র জমা পড়ে এবং তার মনোয়নপত্র এককভাবে বৈধ হওয়ায় নির্বাচন কমিশন তাকে জাকের পার্টির চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচনের এ ফলাফল পার্টির গঠনতন্ত্র অনুযায়ী চুড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৬ জুলাই জাকের পার্টির তৃতীয় জাতীয় কাউন্সিলে তোলা হবে। ওই দিন আনুষ্ঠানিকভাবে জাকের পার্টির চেয়ারম্যান হিসেবে মোস্তফা আমীরকে নির্বাচিত ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আবদুল্লাহ শাহাদাত খান এবং এডভোকেট আবদুল হালিম নির্বাচন কমিশনার ও পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক এডভোকেট আ.ন.ম. মনিরুজ্জামান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
বিডি প্রতিদিন/২৭ জুন ২০১৮/আরাফাত