দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়ার জামিন স্থগিতের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি চলছে। আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দীর্ঘদিন পর উন্মুক্ত স্থানে কর্মসূচি পালনের সুযোগ পেয়ে সকাল থেকেই ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মহানগর নাট্যমঞ্চে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। ৯টার মধ্যে মূলমঞ্চসহ আশে-পাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হন।
এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা রয়েছেন।
কর্মসূচি পরিচালনা করছেন বিএনপির সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামালউদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম