নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আওয়ামী লীগ অফিসে দুর্বৃত্তদের হামলায় আহত দলের নেতাকর্মীদের দেখতে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় সেখানে গিয়ে আহত নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।
এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে এনামুল হক শামীম বলেন, গত ৪ ও ৫ আগস্ট কয়েক দফা আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে মঙ্গলবার সাড়ে ৫টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আহত কর্মীদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম