যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে কাফরুল থানার বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
সোমবার কাফরুল থানা পুলিশ আদালতে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তাহেরা বানু সাংবাদিকদের জানান, নিয়মানুযায়ী শুনানির দিন আসামি মোজাম্মেল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে। এ মামলাটি গত ফেরুয়ারি মাসে কাফরুল থানায় করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, ৪ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর কাফরুল থানা এলাকার বিআরটিএ অফিসের পেছনের গেইটে ফুটপাতের উপরে কতিপয় দুষ্কৃতিকারি নাশকতা কর্মকান্ড সংঘটন এবং দেশ ও জনসাধারণের সম্পত্তি, জানমালের ক্ষতি সাধন করতে পারে।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বিস্ফোরক দ্রব্য পেট্রোল বোমাসহ ৫১/৫২ জন লোক অবস্থান করে শলাপরামর্শ করতেছিল। পরে তারা রাস্তা চলাচলরত জনগণ ও গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করিয়া ক্ষতিসাধন জনমনে আতঙ্ক সৃষ্টি করিয়া হৈ হুল্লার করিতেছে। এসময় এক আসামিকে গ্রেফতার করা হয় এবং অন্য আসামিরা পালিয়ে যায়। মামলার তদন্ত কালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য প্রমাণে পাওয়া যায়, এই আসামি মামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত আছে। তাই এ আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে মোজাম্মেলকে মিরপুর থানার একটি চাঁদাবাজির মামলায় গত বুধবার রাতে গ্রেফতার করে মিরপুর মডেল থানার পুলিশ। পরদিন তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত সেদিন মোজাম্মেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার চাঁদাবাজির এ মামলা করেন মিরপুর রোড শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল।
বিডি-প্রতিদিন/ ই-জাহান