জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত। আজ বুধবার এই মামলায় যুক্তিতর্কের শুনানি হওয়ার কথা থাকলেও খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছা প্রকাশ করায় তা মুলতবি করা হয়।
গত ৫ই সেপ্টেম্বর ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ মামলায় অসমাপ্ত যুক্তিতর্কের শুনানির জন্য ১২ ও ১৩ই সেপ্টেম্বর দিন ধার্য রেখেছিলেন।
এর আগে, নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষে বিশেষ আদালতের এজলাসে এই মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। পরে ৫ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত তারিখে পরিত্যক্ত কারাগারের বিশেষ আদালতে খালেদা জিয়াকে হাজির করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম