বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের বাসা পুলিশ ঘিরে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকাল থেকে পুলিশ মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের বনানীর বাসা ঘিরে রাখে।
সকাল থেকে হাফিজ উদ্দিনের বনানীর বাসা পুলিশ ঘিরে রাখলেও বেলা ১১টা নাগাদ পুলিশ বাসায় প্রবেশ করেনি বলে জানান তিনি। তিনি আরো বলেন, সকালে হাফিজ উদ্দিন আহমেদ তাকে ফোন করে এ কথা জানিয়েছেন। বনানী থানা পুলিশ তার বাসার সামনে অবস্থান নিয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান