প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে সংসদে কবিতা পাঠ করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার। বৃহস্পতিবার রাতে ১০ম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে নিজের লেখা কবিতার কয়েকটি পংক্তি পাঠ করেন তিনি।
প্রতিদিন পথে-ঘাটে ভিক্ষুক, রিকশাচালক, দিনমজুরসহ সর্ব সাধারণের সঙ্গে মিশে তাদের মুখে খাবার তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠা জগলুল হায়দার কবিতা পাঠের মাধ্যমে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম