যুক্তরাষ্ট্র সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সাথে থাকা বিএনপির অপর দুই নেতা তাবিথ আওয়াল এবং হুমায়ূন কবীর গতকাল শুক্রবার সকালে ওয়াশিংটন ডিসিতে একটি প্রাতরাশ অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকও ছিলেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠার পরই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার দীর্ঘদিন পর তাকে দলীয় কোন নেতার সাথে দেখা গেল।
এ প্রাতরাশে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে দায়িত্ব পালনকারি একজন মার্কিন রাষ্ট্রদূতও ছিলেন। সেখানেও বিএনপিকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করা নিয়ে চলমান কর্মকৌশল সম্পর্কে কথা হয় বলে মেট্রো ওয়াশিংটন বিএনপির একজন নেতা জানান। একইসাথে, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করার ব্যাপারেও কথা হয়।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব