অবাঙালি বিহারীদের জন্য সারাদেশে নির্মিত হচ্ছে ৬ হাজার ৩২০টি ফ্ল্যাট। এর মধ্যে ঢাকার মোহম্মদপুরে বসবাসরত বিহারীদের জন্য ৬ হাজার ৩২টি এবং চট্টগ্রামের হালিশহর হাউজিং এস্টেটের বি ব্লকে অবাঙালি বিহারীদের জন্য ২৮৮টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে আজকের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সোহরাব উদ্দিনের (কিশোরগঞ্জ-২) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর অভিপ্রায় মোতাবেক ঢাকার মোহাম্মদপুরে বসবাসরত বিহারীদের জন্য পর্যাপ্ত নাগরিক সুবিধাসহ ফ্যাট নির্মাণ করে বাসস্থানের ব্যবস্থা করার জন্য ঢাকাস্থ কেরানীগঞ্জ উপজেলায় ৬ হাজার ৩২ টি ফ্ল্যাট প্রকল্প এবং চট্টগ্রামের হালিশহরের বি ব্লকে ২৮৮টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
এসময় তিনি আরো জানান, স্বল্প আয়ের মানুষের জন্য ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা শহরে ১৩টি ফ্ল্যাট প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৫৭ টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা- উপজেলা শহরে ২৬টি প্রকল্পের আওতায় ৩০ হাজার ২২০টি প্লট উন্নয়ন করা হয়েছে। অপরদিকে ২০ হাজার ৮৫৫ টি প্লট এবং ২১ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের আওতায় ৩৩ হাজার ১৯১ টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান রয়েছে।
গৃহায়ন মন্ত্রী আরো জানান, ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি অর্থায়নে ১০ হাজার ৫৩০ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকায় অস্বাস্থ্যকর ও অমানবিকভাবে বসবাসরত বস্তিবাসীদের জন্য জাতীয় গ্রহায়ন কতৃপক্ষ ৩টি আলাদা প্রকল্পের আওতায় (ভাড়া ভিত্তিক) মোট ১১ হাজার ৮৩ টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা / কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের জন্য ৪টি সরকারি আবাসন প্রকল্পের আওতায় ১ হাজার ৫১২ টি ফ্ল্যাট নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ১৯টি চলমান প্রকল্পের আওতায় ৮ হাজার ১৯০ টি ফ্ল্যাট নির্মাণের সংস্থান রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার