বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিসংঘে যাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আতঙ্কিত হয়ে উল্টাপাল্টা কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু স্মৃতিসংসদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন। খালেদা জিয়াসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
যারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অসাংবিধানিক বলছেন তারা অবাস্তব কথা বলেছেন বলেও মন্তব্য করেন মওদুদ। তিনি আরও বলেন, নির্দলীয় সরকার সংবিধান সম্মত কিনা তার জবাব জনগণ দেবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন জনগণই আদায় করবে।
বিএনপির এই জ্যোষ্ঠ নেতা বলেন, নির্বাচনকালীন সরকার বলতে কিছুই নাই, সরকার যদি তা করতে চায়, তাহলে সব দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আর যদি অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকতে চায়, তাহলে দেশের জনগণ তা করতে দেবে না।
বিডি-প্রতিদিন/১৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব