২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫৫

ছাত্র আন্দোলনের নামে এরা কারা, প্রশ্ন নৌমন্ত্রীর

পঞ্চগড় প্রতিনিধি:

ছাত্র আন্দোলনের নামে এরা কারা, প্রশ্ন নৌমন্ত্রীর

নৌ-পরিবহনমন্ত্রী  শাজাহান খান বলেছেন, নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা আন্দোলনের সাথে জড়িত ছাত্রদের বলতে হবে তারা আসলে কারা? যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে 'ব্যঙ্গ' করেছে, মুক্তিযোদ্ধা, প্রশাসনের লোকজনকে 'অপমান' করে নানা বক্তব্য দিয়েছে সেই ছাত্ররা আসলে কারা, এটা তাদের বলতে হবে। মূলত মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্যই ছাত্ররা কোটা আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বাংলাবান্ধা স্থলবন্দরের উপদেষ্টা কমিটির প্রথম সভায় যোগ দেয়ার আগে পঞ্চগড় সার্কিট হাউজে মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে নৌমন্ত্রী এসব কথা বলেন।

 শাজাহান খান আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় কোন স্থলবন্দরকে সচল করেননি। শেখ হাসিনা গত দশ বছরে ১০টি স্থল বন্দর সচল করেছেন। নতুন করে আরও ১১টি স্থলবন্দর গেজেটভুক্ত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে স্থলবন্দর থেকে সরকার বছরে লভ্যাংশ পেয়েছে মাত্র ২৬ কোটি টাকা। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এই লভ্যাংশ দাড়িয়েছে ১০১১ কোটি টাকা। 

মন্ত্রী বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচন একটি চ্যালেঞ্জ। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আপনারা তার জন্য কাজ করবেন। 

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, ২ আসনের সাংসদ নূরুল ইসলাম সূজন, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ আওয়ামী লীগ ও জাসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

এদিকে, শাজাহান খান দুপুর আড়াইটায় বাংলাবন্ধা স্থলবন্দরে উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বিকেলে শেরেবাংলা পার্কে এক জনসভায় যোগ দেবেন। 

বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর