বিএনপি ক্ষমতায় আসার জন্য উন্মাদ ও পাগল হয়ে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'ডিসেম্বরের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বুঝতে পেরে নানামুখি ষড়যন্ত্র করছে। জনবিচ্ছিন্নদের নিয়ে জোট গঠন করছে। বিএনপি ক্ষমতায় আসলে কেউ ঘরে থাকতে পারবেন না।
আজ শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দেশে অর্থ লুটপাট ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। আপনারা কি আবারও সেই ২০০১ সালে ফিরে যেতে চান? বিএনপি যদি আবারও জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসে তাহলে আপনারা কেউ ঘরে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেন না আসতে পারে সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে জনগণকেও সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম