কোনো রাজনৈতিক দল পরপর দুই সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে ‘নিবন্ধন আইন’ অনুযায়ী তাদের নিবন্ধন ঝুঁকির মধ্যে পড়বে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তবে কতগুলো দলের নিবন্ধন ঝুঁকির মধ্যে রয়েছে সেটি তিনি স্পষ্ট করেননি।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব একথা জানান।
৩০ অক্টোবরের পরে যেকোনো দিন তফসিল ঘোষণা করা হতে পারে জানিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে নির্বাচন কমিশন সচিবালয়। প্রস্তুতি হিসেবে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্রের তালিকা পেয়েছি। এগুলো মোটামুটি ফাইনাল হয়ে গেছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার দেয়া তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে।
এছাড়া আজ থেকে ভোটার তালিকার সিডি পাঠানো হচ্ছে। আজকে খুলনা ও সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে পাঠাবো। বাকিগুলো পর্যায়ক্রমে এক সপ্তাহের মধ্যে পাঠানো হবে বলেও জানান সচিব।
এদিকে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭৮ সংশোধন না হলে বর্তমান আরপিও দিয়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব