ভোলায় স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। এ সময় জাদুঘরে রক্ষিত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি, দলিল ও ছবি দেখেন তিনি। ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভারতের বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার ঢাকা থেকে হেলিকপ্টারে ভোলায় যান। সেখানে স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন তিনি। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের বাণিজ্যমন্ত্রীকে জাদুঘরে রাখা বিভিন্ন নথি, দলিল ও ছবি দেখান। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাও উপস্থিত ছিলেন।
পাঁচ দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে আজ মঙ্গলবার সকালে ভোলায় যান তিনি। সেখানে স্বাধীনতা জাদুঘর পরিদর্শন পরিদর্শনের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন ভারতের বাণিজ্যমন্ত্রী। সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব