Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৫
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৯

বি. চৌধুরীর বাসায় বৈঠকে জাতীয় ঐক্য প্র‌ক্রিয়ার নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

বি. চৌধুরীর বাসায় বৈঠকে জাতীয় ঐক্য প্র‌ক্রিয়ার নেতৃবৃন্দ

সা‌বেক রাষ্ট্রপ‌তি ও বিকল্প ধারার প্রে‌সি‌ডেন্ট ডা. এ কিউ এম বদরু‌দ্দোজা চৌধুরীর বাসায় বৈঠকে বসেছেন জাতীয় ঐক্য প্র‌ক্রিয়ার নেতৃবৃন্দ। 

মঙ্গলবার রাতে বি. চৌধুরীর গুলাশানের বাসায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিতি রয়েছেন জেএসডি সভাপ‌তি আ স ম আবদুর রব, সি‌নিয়র সহ সভাপ‌তি তা‌নিয়া রব, নাগ‌রিক ঐ‌ক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফর উল্লাহ চৌধুরী ও জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মা‌লেক রতনসহ জাতীয় ঐক্য প্র‌ক্রিয়ার অন্যান্য নেতৃবৃন্দ।

এ‌দি‌কে, বি. চৌধুরীর বাসার নিচ তলায় বিকল্প ধারার অঙ্গ সংগঠন সমূহের সভা হয়েছে। সভায় বিকল্প ধারার মহাস‌চিব মা‌হি বি চৌধুরী ব‌লে‌ছেন, স্বাধীনতা বি‌রোধী জামায়াত‌কে যুক্ত রে‌খে কোন ঐক্য হ‌তে পা‌রে না। জামায়া‌তের সা‌থে ঐক্য রে‌খে জাতীয় ঐক্য হ‌তে পা‌রে না।

বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য