সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে 'ইউজলেস নেইম' বলে মন্তব্য করেছেন এই আসনের বর্তমান সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট হাডউই শেফারের সঙ্গে আলোচনা শেষে সম-সাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।
সিলেট-১ আসনের সাংসদ এএমএ মুহিত বলেন, আগামী নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না, তবে দলের জন্য কাজ করতে চাই, করে যাবো।
সাংবাদিকদের এ সময় প্রশ্ন করেন আপনার নির্বাচনী আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন চাওয়ার কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনার মতামত কী? জবাবে অর্থমন্ত্রী বলেন, 'প্রার্থী তো থাকবেই। সেখানে আমার ব্রাদার (ড. মোমেন), ফরাসউদ্দিন ও মেজবাহ উদ্দিন সিরাজের নাম শোনা যাচ্ছে। তবে ফরাসউদ্দিন ইউজলেস নেইম। হ্যাঁ, সিরাজ-ফরাসউদ্দিন আর ইউজলেস নেইম।'
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব