বিএনপির আসন্ন সমাবেশ নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যে সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপির জনসভা নিয়ে মন্ত্রীদের বক্তব্য গুণ্ডামির শামিল।’
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ দেশে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, আশা করি ২৯ তারিখ সমাবেশের অনুমতি পাবো। জনগণের রাজপথে জনগণ থাকবে।
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সুষ্ঠু নির্বাচনের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে এক কথা বলেন, বিদেশে বলেন অন্যকথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন- সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা।
এর অাগে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অা স হান্নান শাহ'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব