সারা দেশে উন্নয়নের একমাত্র দাবিদার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য আরিফুর রহমান দোলন।
তিনি বলেন, শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছে উন্নয়নের রোল মডেল। দেশে চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
বৃহস্পতিবার বিকালে মধুখালী উপজেলার বাগাট প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের প্রচার উপলক্ষে বাগাট ইউনিয়ন কৃষকলীগ এ জনসভার আয়োজন করে।
আরিফুর রহমান দোলন বলেন, শেখ হাসিনার উন্নয়নের কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেত্রীর উন্নয়নের কথা বুক ফুলিয়ে বলবো। কেউ যদি হুমকি দিয়ে আমাদের দমানোর চেষ্টা করে, ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে।’
শেখ হাসিনা সারা দেশের মানুষের খবর রাখে উল্লেখ করে ফরিদপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী দোলন বলেন, নেত্রী সব খবর রাখেন। কারা উন্নয়নের কথা প্রচার করছেন, কারা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন, তিনি সব জানেন।
জনগণই ক্ষমতার উৎস উল্লেখ করে কৃষক লীগ নেতা দোলন বলেন, ‘আপনারাই হলেন ক্ষমতার উৎস। আপনারাই বাংলাদের মালিক। আপনাদেরকে মনিব মনে করে যিনি নিজেকে চাকর হিসেবে উপস্থাপন করবেন, আগামীতে নেত্রী তাকে মনোনয়ন দিবেন বলে বিশ্বাস করি।’
তিনি বলেন, আমি রাজনীতিতে এসেছি সেবার মনোবৃত্তি নিয়ে। রাজনীতি হচ্ছে মানবসেবা। আওয়ামী লীগ হলো একমাত্র রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের উন্নয়ন করে, মানুষের জন্য কাজ করে।যারা জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মনোনয়ন দেয়া হবে, সেটা বারবার নেত্রী বলেছেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াত ও কিছু কুশিলব সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ২০০৮ এবং ২০১৪ সালের মতো জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপি-জামায়াতের দোসরদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খুরশিদুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ আব্দুর রহমান বাশার, বাগাট বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন খান লাল, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুজিত কুমার বসু বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বড়াইচ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, টগরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত