রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের চেষ্টা থাকতে হবে দেশকে জানা, পৃথিবীকে জানা। আর তোমাদের মাঝে সততা ও দেশপ্রেম থাকতে হবে। তাহলেই আমরা এগিয়ে যাব।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইনে হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষকদেরকেও পড়াশোনা করতে হবে। বেশি বেশি জানতে হবে। তাহলেই শিক্ষার্থীরা জানতে পারবে, তারা আলোকিত হবে।
তিনি বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এখানে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সে অনুযায়ী পড়াশোনা করতে হবে। এ প্রতিযোগিতা শুধু দেশের ভিতরেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।
হাজী তায়েব উদ্দিন স্কুল প্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, এ স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে কৃষকের দ্বারে দ্বারে গিয়ে ধান সংগ্রহ করেছি। ধানের বোঝা আমি নিজের মাথায়ও নিয়েছি। স্কুলটি প্রতিষ্ঠায় সে সময় যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্টের বিচারপতি আমির হোসেন, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল সরওয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাহিদ ভূঁইয়া।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বৈষ্ণব, প্রাক্তন ছাত্র ঢাকা কলেজের উপাধ্যক্ষ নেহাল আহমেদ তরুণ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।
বিডি প্রতিদিন/এ মজুমদার