আগামী একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন দলটি। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করারও আহ্বান জানানোর হয়েছে।
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ থেকে এ সব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব