বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা বলেছেন বিএনপিকে অচল করে দেবেন। আমি বলবো, এমনভাবে বিদায় করা হবে যে আপনারা চীনা বাদাম খাওয়ারও সময় পাবেন না।
রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন।
আওয়ামী লীগের আরেক নেতার মন্তব্য তুলে ধরে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগ কোনদিন শুনবেন আজিমপুর গোরস্থানও দখল করে নেবে। এই অবৈধ সরকারকে চরম পরিণতি ভোগ করতে হবে।’
জনসভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর। এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব