অবৈধভাবে অর্থ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজিরের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর রিট খারিজের আদেশ স্থগিত চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে বিএনপি নেতা আমির খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে তিনি আপিল আবেদন করেছেন। কিন্তু আপিল বিভাগ আজ বলেছেন হাইকোর্টের আদেশের সার্টিফায়েড অনুলিপি পাননি। তখন আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে লিভ টু আপিল (সিপি) করতে বলেছেন।
এর আগে, অবৈধভাবে অর্থ লেনদেন ও অর্থ পাচারের অভিযোগে চলতি বছরের গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমির খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব