দেশের প্রতি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার কোনো আনুগত্য নেই মন্তব্য করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পাওয়ার জন্য তিনি (এসকে সিনহা) মিথ্যাচার করছেন। ঘটনা সত্য হলে তিনি দেশেই কথা বলতেন। দেশে আসলে মামলার সম্মুখীন হতে হবে এ কারণে বিদেশি সুবিধা (রাজনৈতিক আশ্রয়) পেতে তিনি এসব কথা বলছেন।
মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সফটওয়্যার ও অ্যাপস উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারেননি বলেই আহাজারি করছেন এসকে সিনহা। এসব বিষয়ে আমার কিছু বলার নেই।
অপর এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, মামলা যেহেতু হয়ে গেছে, আমি সে বিষয়ে কোনো কথা বলিনি, এখনও বলব না। এসকে সিনহাকে দেশে ফিরিয়ে আনা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন হলে তা আদালতের মাধ্যমে হবে। মামলা যখন চলবে, তখন সেটি দেখা যাবে। এর বাইরে কিছু বলতে পারছি না।
বিডি প্রতিদিন/এনায়েত করিম