জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে। খবর বাসসের।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত ২১-৩০ সেপ্টেম্বর নিউইর্য়ক সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/০২ অক্টোবর, ২০১৮/মাহবুব