প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে যড়যন্ত্রের একটা উর্বর ভূমি বলতে পারি। কারণ, কিছু মানুষ আছে যারা দেশের উন্নয়ন হোক এটা চায় না। এ কারণে তারা সব সময় ষড়যন্ত্র লিপ্ত থাকে। তিনি বলেন, দেশ ও মানুষের জন্য কী করেনি। তারপরও ষড়যন্ত্র চলছে।
জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগদানের অভিজ্ঞতা শেয়ার করতে বুধবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৮/মাহবুব