জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ভিজিট বাংলাদেশ কর্মসূচির আওতায় ভারতসহ বিভিন্ন দেশের ৪৩ সদস্যের সাংবাদিক প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তাঁরা সংসদীয় গণতন্ত্র, সংসদীয় চর্চা, নারীর মতায়ন ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আজ দৃশ্যমান। তাই নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নারীর এ অগ্রযাত্রা মাইলফলক হয়ে থাকবে।
এসময় তিনি জানান, দশম জাতীয় সংসদে ৫০টি সংরক্ষিত আসনসহ সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট ৭৩ জন নারী সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন, যা মোট সদস্যের প্রায় ২১ ভাগ।
এসময়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও দিল্লীতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার(প্রেস) ফরিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার